Logo
Logo
×

আন্তর্জাতিক

পুতিনের গ্রেফতারি পরোয়ানা নিয়ে কথা বলতে চায় দক্ষিণ আফ্রিকা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ০৩:৫২ পিএম

পুতিনের গ্রেফতারি পরোয়ানা নিয়ে কথা বলতে চায় দক্ষিণ আফ্রিকা

আগামী আগস্টে ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা সফরের কথা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এর আগে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে মস্কোর সঙ্গে আলোচনা করতে চায় দক্ষিণ আফ্রিকা।  

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গত ১৭ মার্চ পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। রোম সনদে স্বাক্ষরকারী দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা আইনত পুতিনকে আটক করে বিচারের মুখোমুখি করতে বাধ্য।

 দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্ডোর বলেন, দক্ষিণ আফ্রিকা কর্তৃপক্ষ গ্রেফতারি পরোয়ানার বিষয়ে প্রথমে রাশিয়ার সঙ্গে পরামর্শ করবে। দক্ষিণ আফ্রিকার আইনের বিদ্যমান বিধানগুলো আমাদের দেখতে হবে। মন্ত্রিসভা হিসেবে ও রাশিয়ায় আমাদের সহকর্মীদের সঙ্গে আলোচনা করতে হবে এবং সামনে যাওয়ার পথ নির্ধারণ করতে হবে।
 

পুতিন গ্রেফতারি পরোয়ানা দক্ষিণ আফ্রিকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম