Logo
Logo
×

আন্তর্জাতিক

বাখমুতে খুব দ্রুত হামলা করবে ইউক্রেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ০৬:১৬ পিএম

বাখমুতে খুব দ্রুত হামলা করবে ইউক্রেন

ইউক্রেনের বাখমুতে রাশিয়ার বিরুদ্ধে খুব শিগগিরই জোরালো হামলা চালানো হবে। এ কথা জানিয়েছেন ইউক্রেনের জেনারেল ওলেকসান্দার সিরিস্কিয়ি।
 
এক টেলিগ্রাম বার্তায় কলোনেল জেনারেল ওলেকসান্দার বলেন, রাশিয়ার ওয়াগনার বাহিনী ধীরে ধীরে শক্তিহীন হয়ে পড়ছে। ইউক্রেন খুব দ্রুত এ সুযোগের সদ্ব্যবহার করে পালটা হামলা চালাবে।
 
গত সোমবার ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই ল্যাভরভকে এক চিঠিতে জানিয়েছেন, ইউক্রেন রাশিয়ার মূল সেনাদল হতে ওয়াগনার বাহিনীকে বিচ্ছিন্ন করে দিতে চাইছে। 

এর আগে রাশিয়ার লুহানস্ক অঞ্চলের এক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট-কর্নেল আন্দ্রেই মারোচকো জানিয়েছেন, বাখমুতের কাছে সেনা জড়ো করছে ইউক্রেন। শিগগিরই তারা শহরটিতে থাকা রুশ সেনাদের হটিয়ে দিতে অভিযান শুরু করবে।

তিনি বলেন, ইউক্রেন এখন বাখমুত পুনরুদ্ধারে বিপুল সেনা পাঠাবে। প্রাভদা রেডিওতে মারোচকো বলেন, আমরা দেখতে পাচ্ছি ইউক্রেন এখন এ অঞ্চলে সেনা জড়ো করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তারা কোনোভাবেই বাখমুতকে রাশিয়ার অধীনে থাকতে দেবে না। 

ইউক্রেনীয় সেনারা এখনো শহরের পশ্চিমাঞ্চলের দখল ধরে রেখেছে। এখন সেখানে নতুন নতুন সেনা পাঠাচ্ছেন জেলেনস্কি। তিনি সেখানে এখন বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। হয়ত তিনি বাখমুতে কাউন্টার অফেন্সিভ শুরু করার কথাও ভাবছেন। 

বাখমুত দ্রুত হামলা ইউক্রেন যুদ্ধ ইউক্রেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম