Logo
Logo
×

আন্তর্জাতিক

পুতিনকে গ্রেফতারের ব্যাপারে যা জানাল হাঙ্গেরি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ১০:৫৩ পিএম

পুতিনকে গ্রেফতারের ব্যাপারে যা জানাল হাঙ্গেরি

পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। যেহেতু রাশিয়া রোম চুক্তিতে (যে চুক্তির মাধ্যমে আইসিসি গঠিত হয়েছে) সই করেনি, তাই রাশিয়ায় থাকা অবস্থায় তাকে গ্রেফতারের এখতিয়ার নেই আইসিসির। 

যদি তিনি (পুতিন) রাশিয়ার বাইরে অন্য কোনো দেশে সফর করেন এবং ওই দেশটি রোম চুক্তিতে সই করে থাকে তবে সেই দেশ থেকে পুতিনকে গ্রেফতার করতে পারবেন আইসিসি। 

এবার এ বিষয়েই তথ্য দিল হাঙ্গেরি। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের চিফ অব স্টাফ জানিয়েছেন, হাঙ্গেরিতে প্রবেশ করলেও পুতিনকে গ্রেফতার করা হবে না। খবর আলজাজিরার।
 
তিনি বলেন, হাঙ্গেরির আইনি ব্যবস্থাপনার অনুরূপ রোম চুক্তি হয়নি। তাই পুতিনকে গ্রেফতার করা হবে না। যদিও দেশটি রোম চুক্তিতে সই করেছিল। 

তবে পুতিনকে গ্রেফতারের ব্যাপারে ইঙ্গিত দিয়েছে জার্মানি। অর্থাৎ দেশটিতে সফরে গেলে গ্রেফতারের শঙ্কা রয়েছে পুতিনের। 
 
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেফতার করা হলে তা হবে যুদ্ধ ঘোষণার শামিল—এমন মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
 
মেদভেদেভ বলেন, এটা কখনো হবে না, তবুও যদি এমনটা হয় তাহলে যুদ্ধ অনিবার্য। ধরুন তিনি (পুতিন) জার্মানিতে গেলেন আর সেখানে তাকে গ্রেফতার করা হলো। এটার মানে কী? নিশ্চয়ই যুদ্ধ ঘোষণা।

মেদভেদেভ আরও বলেন, যদি এমনটা হয়, তাহলে নিশ্চয়ই আমরা বসে থাকব না। আমাদের কাছে রকেট আছে, গোলাবারুদ আছে। এগুলো দিয়ে বুন্ডেসট্যাগে জার্মানির চ্যান্সেলরের কার্যালয়ে হামলা করব।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ বর্তমানে দেশটির নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান। 

পুতিন ইউক্রেন যুদ্ধ গ্রেফতার হাঙ্গেরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম