Logo
Logo
×

আন্তর্জাতিক

যে কারণে পুতিনকে ধন্যবাদ দিলেন এরদোগান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ০৯:৩২ পিএম

যে কারণে পুতিনকে ধন্যবাদ দিলেন এরদোগান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শনিবার ফোনে আলাপ করেন এই দুই নেতা। এ সময় পুতিনকে দ্রুত ইউক্রেন সংঘাত নিরসনের আহ্বান জানান এরদোগান। খবর ইয়েনি শাফাকের। 

তুরস্কের যোগাযোগ পরিদপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, শনিবার পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন এরদোগান। এ সময় কৃষ্ণসাগর দিয়ে বহির্বিশ্বে ইউক্রেনের শস্য চুক্তির মেয়াদ আরও ১২০ দিন বাড়ানোর জন্য পুতিনকে ধন্যবাদও জানিয়েছেন এরদোগান।  

গত বছর ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইউক্রেনের কয়েকটি বন্দর থেকে বহির্বিশ্বে শস্য রপ্তানি প্রায় বন্ধ হয়ে যায়। পরে জুলাইয়ে জাতিসংঘ ও তুরস্কের উদ্যোগে ফের তা চালু করা হয়। এ চুক্তির মেয়াদ দ্বিতীয়বারের মতো বাড়ানো হলো। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ফোনকলে তুরস্ক ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়েও আলোচনা করেছেন এই দুই নেতা। 

ফোনকলে এরদোগান এবং পুতিন দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার জন্য দৃঢ় পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন। 

ইউক্রেন যুদ্ধ পুতিন ধন্যবাদ এরদোগান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম