Logo
Logo
×

আন্তর্জাতিক

ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় ১৪৬০০ দোকান নির্মাণ করবে তুরস্ক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ০৩:১৬ পিএম

ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় ১৪৬০০ দোকান নির্মাণ করবে তুরস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় ১৪ হাজার ৬০০ বাণিজ্যিক দোকান নির্মাণ করা হবে।

এর মধ্যে তিন হাজার দোকান নির্মাণ করা হবে আদিমান প্রদেশে। খবর ডেইলি সারাহর।

সোমবার এক জনসভায় এ ঘোষণা দিয়েছেন এরদোগান। এসব দোকান স্থানীয় দোকান মালিক ও ব্যবসায়ী যা ভূমিকম্পে সব কিছু পথে বসে গেছেন, তাদের দেওয়া হবে।

এরদোগান আরও বলেন, আদিমান প্রদেশে তার সরকার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৫০ হাজার বাড়ি নির্মাণ করে দেবে।
 
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের যে ১১ প্রদেশে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে, তার মধ্যে অন্যতম আদিমান প্রদেশ। এ ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

ভূমিকম্পে বিধ্বস্ত এলাকা. ১৪৬০০ দোকান .নির্মাণ করবে তুরস্ক.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম