Logo
Logo
×

আন্তর্জাতিক

জেলেনস্কির মতো পোশাক পরে সমাবর্তনে জাপানি শিক্ষার্থী 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ০৫:২০ পিএম

জেলেনস্কির মতো পোশাক পরে সমাবর্তনে জাপানি শিক্ষার্থী 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতো পোশাক পরে জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়েছেন এক ছাত্র। খবর বিবিসির। 

জাপানি ওই ছাত্রের নাম আমিকি। জেলেনস্কির মতো জলপাই রঙের লম্বা হাতার টি শার্ট এবং এর সঙ্গে মিলিয়ে ট্রাউজার পরেছেন তিনি। জেলেনস্কির মতো গোঁফ-দাড়িও রাখতে দেখা গেছে তাকে।

জাপানের ইয়োমিউরি নেটওয়ার্ককে তিনি জানান, গত ডিসেম্বর থেকে দাড়ি-গোঁফ রাখার চেষ্টা করেছেন তিনি। তাকে দেখতে জেলেনস্কির মতোই লাগছে বলে লোকজন মন্তব্য করছিল।

জাপানের বিশ্ববিদ্যালয়গুলোতে সমাবর্তন অনুষ্ঠানে অধিকাংশ সময়ই শিক্ষার্থীরা স্যুট কিংবা অন্য কোনও ফরমাল পোশাক পরে থাকেন। তবে কিয়োটো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ডিগ্রিধারীদের ইচ্ছেমতো পোশাক পরার স্বাধীনতা আছে। সেই সুবাদেই ওই ছাত্র জেলেনস্কির মতো পোশাক পরেছেন।

মার্কিন গণমাধ্যম বিবিসি জানায়, টুইটারে জাপানি এই ছাত্রের পরিচয় দেওয়া হয়েছে কেবল আমিকি নামে।

জাপানের গণমাধ্যমে তিনি বলেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে সংহতি প্রকাশ করতেই জেলেনস্কির মতো পোশাক পরেছেন তিনি।

গত বছর ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দিয়েছিলেন জেলেনস্কি। সেই ভাষণ থেকে নেওয়া উদ্ধৃতি লেখা একটি প্ল্যাকার্ড সমাবর্তন অনুষ্ঠানে নিয়ে এসেছিলেন এই ছাত্র।

কোভিড মহামারীতে জারি থাকা কড়াকড়ির পর তিন বছরের মধ্যে এবারই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ছাত্র-ছাত্রীরা প্রথম সশরীরে অংশ নিয়েছে।

জেলেনস্কির মতো পোশাক পরে সমাবর্তনে জাপানি শিক্ষার্থী 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম