Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলের বিরুদ্ধে মেঘ-তুষার 'চুরির' অভিযোগ ইরানের!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০১৮, ০৭:৩১ এএম

ইসরাইলের বিরুদ্ধে মেঘ-তুষার 'চুরির' অভিযোগ ইরানের!

ছবি: এএফপি

ইহুদিবাদী দেশ ইসরাইলের বিরুদ্ধে এবার মেঘ ও তুষার 'চুরির' অভিযোগ করেছে ইরান।

ইরানের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি বলেছেন, তার দেশ ‘মেঘ ও তুষার’ চুরির শিকার হচ্ছে। খবর দ্যা এক্সপ্রেসের।

তেহরানে সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানি ওই জেনারেল দাবি করেন, তার দেশে যাতে বৃষ্টি না হয় সে জন্য ইসরাইল আবহাওয়া বদলে দিচ্ছে।

তিনি বলেন, ইরানের পরিবর্তিত জলবায়ু বেশ সন্দেহজনক। এই পরিবর্তনের পেছনে বিদেশি হস্তক্ষেপের বিষয়েও সন্দেহ করা হচ্ছে্।    ইরানের এক বৈজ্ঞানিক গবেষণার তথ্যে ‘নিশ্চিত হয়ে’ জালালি এ কথা বলছেন বলে তার দাবি।

তবে ওই জরিপে ইরানি ভূখণ্ড বাদে বাকি এলাকাগুলো ঠিকই তুষারে আবৃত বলে দেখা গেছে, জানান তিনি।  জালালির এ অভিযোগের ব্যাপারে দ্বিমত করেছেন তারই দেশের আবহাওয়া বিভাগের প্রধান।

২০১১ সালে দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদও খরার জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করেছিলেন।

তিনি বলেন, ইউরোপের দেশগুলো তাদের মহাদেশের ওপরই বৃষ্টি ঝরাতে বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করছে।

মেঘ-তুষার চুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম