‘রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে যুদ্ধ আরও দীর্ঘ সময় চলবে’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০১:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইউক্রেনে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে চলমান যুদ্ধ আরও দীর্ঘ সময় ধরে চলবে বলে জানিয়েছেন রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ।
বুধবার ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান এ বছর শেষ হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর ইয়েনি শাফাক।
দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ার সঙ্গে শুধু ইউক্রেন নয়, পশ্চিমের আরও বেশ কয়েকটি বন্ধুহীন দেশ যুদ্ধ করছে। এটি একটি হাইব্রিড যুদ্ধ, যা তারা আমাদের বিরুদ্ধে শুরু করেছে৷আমাদের অস্তিত্ব রক্ষার জন্য হলেও এটি আরও দীর্ঘ সময়ের জন্য চালাতে হবে।
মুখপাত্র বলেন, বিভিন্ন উপায়ে লক্ষ্য অর্জন করা যেতে পারে, তবে ইউক্রেনের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা আর নেই।
পেসকভ বলেন, আমরা রাশিয়ান সমাজের একটি নিখুঁত একত্রীকরণ দেখতে পাচ্ছি। রুশ প্রেসিডেন্ট যে নীতি অনুসরণ করছেন তার চারপাশে একটি অভূতপূর্ব একত্রীকরণ দেখতে পাচ্ছি।
পেসকভের মতে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে আপাতত দেখা করার পরিকল্পনা করছেন না, যিনি বর্তমানে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (এনপিপি) পরিদর্শন করছেন।
তিনি বলেন, রাশিয়া আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে রাশিয়ান ক্রীড়াবিদদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফিরে আসার সম্ভাবনার বিষয়ে আলোচনা চালিয়ে যাব। যুদ্ধ শুরু পর ক্রীড়া প্রতিযোগিতায় রাশিয়ার প্রতিদ্বন্দ্বিতা নিষিদ্ধ করা হয়।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র সব কিছু সত্ত্বেও তথাকথিত গণতন্ত্রের ইস্যুতে নিজেকে বিশ্ব শিক্ষক বলে দাবি করে। তবে বিশ্বের প্রথম এবং দ্বিতীয় শ্রেণির দেশগুলেকে বিভক্ত করার প্রচেষ্টা এক মাত্র তাদের মধ্যে রয়েছে।
