ভারতের ‘মেইক ইন ইন্ডিয়া’ উদ্যোগের প্রশংসায় রাশিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ০৭:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেইক ইন ইন্ডিয়া’ উদ্যোগের প্রশংসা করেছেন সেইন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের পরিচালক অ্যালেস্কি ভেলকভ। বৃহস্পতিবার তিনি বলেন, রাশিয়া ও ভারত জোটবদ্ধ হয়ে অনেক কাজ করতে পারে। খবর এএনআইয়ের।
ভারতীয় গণমাধ্যম এএনআইকে ভেলকভ জানান, ২০১৭ সালে সেইন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ফোরামের প্রধান অতিথি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বছর অনেক কোম্পানি এই ফোরামে অংশ নিয়েছিল।
সেইন্ট পিটার্সবার্গের এই পরিচালক আরও বলেন, ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। তিনি বলেন, ইউরোপ ও আমেরিকা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণে বাণিজ্যিকভাবে অনেক লাভবান হতে পারে ভারত।
প্রসঙ্গত, বিভিন্ন স্তরের ব্যবসায়িক নেতা, উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে সেইন্ট পিটার্সবার্গ ইমোনমিক ইন্টারন্যাশনাল ফোরাম। শতাধিক দেশের অসংখ্য ব্যবসায়ী এ ফোরামের সদস্য। প্রতি বছরও বার্ষিক সম্মেলন করে থাকে এটি। গত বছরের বার্ষিক সম্মেলনে ১৩০ দেশের প্রায় ১৪ হাজার মানুষ এতে অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছে রাষ্ট্রপ্রধানসহ বিভিন্ন স্তরের অংশগ্রহণকারী।
