Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের ৪ কূটনীতিককে বহিষ্কার করল আজারবাইজান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ১২:৩৪ পিএম

ইরানের ৪ কূটনীতিককে বহিষ্কার করল আজারবাইজান

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বাকুতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত সৈয়দ আব্বাস মৌসাভিকে তলব করে।

এ সময় ইরানের চার কূটনীতিককে বাকুর দূতাবাস থেকে বাহিষ্কারের সিদ্ধান্ত তাকে জানিয়ে দেওয়া হয়। খবর ইয়েনি সাফাকের।
 
তাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আজারবাইজান ত্যাগ করতে কলা হয়েছে। একই সঙ্গে তাদের বিশেষ কূটনৈতিক সুবিধা বাতিল করা হয়েছে।

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাহিষ্কৃত চার ইরানি কূটনীতিকের আচরণ কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

ইরানের ৪ কূটনীতিক. বহিষ্কার করল. আজারবাইজান.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম