|
ফলো করুন |
|
|---|---|
এবার নারীদের রেস্টুরেন্টে যাওয়া নিয়েও বিধিনিষেধ আরোপ করেছে আফগানিস্তানের তালেবান সরকার।
সোমবার দেশটির হেরাত প্রদেশে এক নির্দেশনা জারি করা হয়েছে যেসব রেস্টুরেন্টে বাগান অথবা সবুজ উদ্যান আছে সেসব রেস্টুরেন্টে নারীরা প্রবেশ করতে পারবেন না। এসব জায়গায় ছেলেমেয়েরা একত্রিত হচ্ছেন এবং মেয়েরা হিজাব পরছেন না এমন অভিযোগের পরেই এ বিষয়ে বিধিনিষেধ আরোপ করে তালেবান। তবে এ নির্দেশনা শুধু হেরাথ প্রদেশের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
আফগান শরিয়া আইন বাস্তবায়ন বিষয়ক মন্ত্রণালয়ের হেরাত অধিদপ্তরের কর্মকর্তা বাজ মোহাম্মদ নাজির সংবাদমাধ্যম ফক্স নিউজকে জানিয়েছেন, এই নিয়ম শুধু হেরাথে কার্যকর হয়েছে। তবে সব রেস্টুরেন্টে নারীদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়নি। যুক্তরাষ্ট্রের সেনারা তড়িঘড়ি করে চলে যাওয়ার পর ২০২১ সালের ১৫ আগস্ট আবারও আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। পুনরায় ক্ষমতায় আসার পরই নারীদের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ শুরু করে সশস্ত্র দলটি। সবার প্রথমে নারী শিক্ষা বন্ধ করে দেয় তারা। এরপর ধীরে ধীরে নারীদের কর্মক্ষেত্র সংকুচিত করা শুরু করে তালেবান।
