ইন্দোনেশিয়ায় হামলায় ৬ সেনা নিহত, নিখোঁজ ৩০
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ০৮:৪৪ পিএম
বিদ্রোহীদের হাতে আটক নিউ জিল্যান্ডের সেই পাইলট। ছবি: গার্ডিয়ান
|
ফলো করুন |
|
|---|---|
বিচ্ছিন্নতাবাদী বন্দুকধারীদের হামলায় ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর অন্তত ছয় সেনা নিহত হয়েছেন। এছাড়া কর্তৃপক্ষ অন্তত ৩০ জন সেনাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। নিউ জিল্যান্ডের অপহৃত এক পাইলটকে উদ্ধার করতে গিয়ে এই নিহত ও নিখোঁজের ঘটনা ঘটে।
ইন্দোনেশিয়ার অশান্ত পাপুয়া প্রদেশের এ ঘটনার কথা রোববার দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন বলে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।
কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্রোহীদের জিম্মি করা ওই পাইটলকে উদ্ধারের অভিযানে এসব সেনা মোতায়েন করা হয়েছিল।
ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, পাপুয়ার পার্বত্য জেলা দুগার একটি শিবিরে প্রায় ৩৬ জন সেনা মোতায়েন ছিল। শনিবার ফ্রি পাপুয়া মুভমেন্টের সশস্ত্র শাখা ওয়েস্ট পাপুয়া লিবারেশন আর্মির সদস্যরা তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ছয় সেনা নিহত হয়েছেন এবং ২১ জন জঙ্গলে পালিয়ে গেছেন। এছাড়া নয়জন সেনা বিদ্রোহীদের হাতে ধরা পড়েছেন বলে মনে করা হচ্ছে।
পাপুয়ার সামরিক মুখপাত্র কর্নেল হারমান তারিমান জানিয়েছেন, এই সেনারা ইন্দোনেশিয়ার বিমান সংস্থা সুসি এয়ারের হয়ে কাজ করছিলেন। তারা নিউ জিল্যান্ডের পাইলট ফিলিপ মার্ক মেরটেন্সের খোঁজে তল্লাশিতে নিয়োজিত একটি দলের অংশ ছিল। ফেব্রুয়ারিতে মেরটেন্সকে অপহরণ করে পাপুয়ার বিদ্রোহীরা।
তিনি জানান, কর্তৃপক্ষ প্রায় ৩০ জন সেনার খোঁজে তল্লাশি চালাচ্ছে।
