Logo
Logo
×

আন্তর্জাতিক

চীনের মহড়ার পর তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ০৯:৩৫ এএম

চীনের মহড়ার পর তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ

তাইওয়ানের চারপাশে চীনের বড় ধরনের সামরিক মহড়া শেষের পর তাইওয়ান প্রণালীতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ। তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়ার কয়দিন পরই অঞ্চলটিতে যুদ্ধজাহাজ পাঠালো বাইডেন প্রশাসন।  

এক বিবৃতিতে সোমবার মার্কিন নৌবাহিনীর ৭ম নৌবহর জানায়, আর্লে বার্ক শ্রেণির গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস মিলিয়াস রোববার তাইওয়ান প্রণালী দিয়ে যাত্রা করেছে।

সম্প্রতি তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করায় এর প্রতিক্রিয়ায় গত সপ্তাহে তাইওয়ান ঘিরে ব্যাপক পরিসরে তিন দিনের সামরিক মহড়া চালায় চীন।

তাইওয়ানের স্বাধীনতাপন্থী রাজনীতিবিদ ও এর বিদেশি সমর্থকদের জন্য এই মহড়াকে গুরুতর সতর্ক সংকেত বলে উল্লেখ করেছিল চীন।

এই মহড়ার পর তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ প্রবেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে চীন বলেছে, এর মধ্য দিয়ে অঞ্চলটিতে উত্তেজনা সৃষ্টির চেষ্টা চলছে।

চীনা ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র শি ইলু বলেন, ইস্টার্ন থিয়েটার কমান্ড যে কোনও সময় দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় প্রস্তুত।

প্রতি মাসে অন্তত একবার তাইওয়ান প্রণালীতে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ চলাচল করে। গত সপ্তাহে ইউএসএস মিলিয়াস দক্ষিণ চীন সাগরের অন্যতম গুরুত্বপূর্ণ চীনা নিয়ন্ত্রিত কৃত্রিম দ্বীপ মিসচিফ রিফের কাছে যাত্রা করেছিল।

চীন মহড়া তাইওয়ান প্রণালী মার্কিন যুদ্ধজাহাজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম