Logo
Logo
×

আন্তর্জাতিক

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩, ১১:১৯ এএম

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার কেপুলাওয়ান বাতুতে প্রায় ৬ মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার সকালে কিছু সময়ের মধ্যেই ভূমিকম্প দুটি অনুভূত হয়।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া এই খবর দিয়েছে।

ইএমএসসি জানিয়েছে, রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। কিছু সময় পর আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৮।

ইএমএসসি আরও জানায়, প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা ছিল ৪৩ কিলোমিটার। আর দ্বিতীয়টির গভীরতা ছিল ৪০ কিলোমিটার। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর থেকে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। কয়েকমাস আগেই ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষের মৃত্যু হয়েছিল ইন্দোনেশিয়ায়। সেই ভূমিকম্পে গুঁড়িয়ে গিয়েছিল বহু ঘরবাড়ি। কমপক্ষে ১৬৯ জনের মৃত্যু হয়েছিল। তারপর থেকে দফায় দফায় একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে ইন্দোনেশিয়ায়। এমনকী বিশ্বের একাধিক দেশে কম্পন অনুভূত হয়েছে।

শক্তিশালী ভূমিকম্প ইন্দোনেশিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম