Logo
Logo
×

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে কালবৈশাখীর তাণ্ডবে নিহত ১৫

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ০৮:১৩ এএম

পশ্চিমবঙ্গে কালবৈশাখীর তাণ্ডবে নিহত ১৫

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সময় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দক্ষিণবঙ্গে কালবৈশাখী শুরু হয়। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঝড়বৃষ্টির মাঝে বজ্রপাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ১৫ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে মুর্শিদাবাদে তিনজন, হাওড়ায় তিনজন ও বর্ধমান জেলায় মৃত্যু হয়েছে চারজনের। এ ছাড়া উত্তর চব্বিশ পরগনায় দুজন ও পশ্চিম মেদিনীপুরে তিনজন মারা গেছেন।

এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রপাত হয়েছে।

এদিকে বজ্রপাতে পর পর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে রাজ্যের বিভিন্ন এলাকায়।

পশ্চিমবঙ্গ কালবৈশাখী নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম