Logo
Logo
×

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ১১

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ০১:১৬ পিএম

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ১১

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে একটি ফেরি ডুবে অন্তত ১১ জন নিহত এবং একজন নিখোঁজ রয়েছেন।

দেশটির উদ্ধার সংস্থার কর্মকর্তারা জানান, শুক্রবার দুর্ঘটনার শিকার হওয়া ওই ফেরিতে ৭৪ জনের মতো যাত্রী ছিল। খবর ব্যাংকক টাইমসের।

সুমাত্রা দ্বীপ থেকে সেটি প্রতিবেশী সিঙ্গাপুরের কাছের ছোট দ্বীপ তানজুং পিনাং যাচ্ছিল। ফেরিটি যাত্রা করার প্রায় ৩০ মিনিট পর কিছু একটার সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন কর্মকর্তারা।

নিখোঁজ ব্যক্তির উদ্ধারে তল্লাশি অভিযান চলছে। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ চলছে বলেও জানান ওই কর্মকর্তারা।

ইন্দোনেশিয়া.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম