Logo
Logo
×

আন্তর্জাতিক

বোমা হামলায় মেলিটোপোলের পুলিশপ্রধান নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ০২:৫৪ পিএম

বোমা হামলায় মেলিটোপোলের পুলিশপ্রধান নিহত

বোমা হামলায় রুশ অধিকৃত জাপোরিঝিয়া প্রদেশের মেলিটোপোল শহরের পুলিশপ্রধান আলেক্সেন্ডার মিসচেনকো নিহত হয়েছেন।

২০২২ সালে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা চার অঞ্চলের একটি হচ্ছে জাপোরিঝিয়া। খবর বিবিসির।

জাপোরিঝিয়া রাশিয়া দখলের আগে ও পরে প্রদেশটির মেলিটোপোল শহরের পুলিশপ্রধানের দায়িত্বে ছিলেন আলেক্সেন্ডার মিসচেনকো।

এ কারণে ইউক্রেনের লোকজন তাকে বিশ্বাসঘাতক হিসেবে উল্লেখ করে থাকে। ধারণা করা হচ্ছে— ইউক্রেনের সেনারাই তাকে হত্যা করেছে।

মেলিটোপোল শহরের পলাতক ইউক্রেনপন্থি মেয়র বলেছেন, নিহত ওই পুলিশ কর্মকর্তা একজন দেশদ্রোহী ও বিশ্বাসঘাতক ছিলেন। কারণ তিনি শত্রুদের সঙ্গে কাজ করেছেন।

ইউক্রেন যুদ্ধ.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম