Logo
Logo
×

আন্তর্জাতিক

'পুতিন দক্ষিণ আফ্রিকায় এলে গ্রেফতার হবেন'

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ১০:১০ এএম

'পুতিন দক্ষিণ আফ্রিকায় এলে গ্রেফতার হবেন'

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী আগস্টে দক্ষিণ আফ্রিকায় পশ্চিমাঞ্চলীয় কেপ প্রদেশে সফর করতে পারেন।

পুতিনের এই সম্ভব্য সফরের খবরে প্রদেশটির এক বিরোধীদলীয় নেতা বলেছেন, রুশ প্রেসিডেন্ট এখানে পা রাখা মাত্রই গ্রেফতার হবেন। খবর আনাদোলুর।

কারণ, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

দক্ষিণ আাফ্রিকার বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স পার্টির (ডিএ) নেতা অ্যালান ইউন্ডে এই হুশিয়ারি দেন পুতিনকে।

অ্যালান ইউন্ডে বলেন, পুতিন ইউক্রেনের স্বাধীনতা কেড়ে নিতে দেশটিতে অন্যায় ভাবে সামরিক অভিযান চালাচ্ছেন। সেখানে নারী ও শিশুসহ নির্বিচারে মানুষ হত্যা করছেন।

তিনি প্রতিনিয়ত সেখানে যুদ্ধাপরাধ করছেন। এ কারণে আইসিসি পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।   

এ বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সম্মেলনে পুতিনের অংশগ্রহণের কথা রয়েছে।

রাশিয়া, ব্রাজিল, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে এই ব্রিকস জোট গঠিত।

ইউক্রেন যুদ্ধ.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম