Logo
Logo
×

আন্তর্জাতিক

সুইডেনের সেই উগ্রপন্থি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৩, ১২:৩৩ পিএম

সুইডেনের সেই উগ্রপন্থি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এ বছরের প্রথম দিকে স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কুরআন পোড়ানো সুইডেনের উগ্র ডানপন্থি নেতা রামোস পালুদানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দেশটির আদালত।
 
মালমুর আদালত তার বিরুদ্ধে একাধিক অপরাধের দায়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। খবর আনাদোলুর।

দেশের মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট করা ও ধর্মীয় বিদ্বেষের উসকানি দেওয়াসহ আরও কয়েকটি অভিযোগে রামোসের বিরুদ্ধে দুই মাস আগে মামলা হয়েছিল।

ওই মামলার রায়ে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

এদিকে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রামোস বলেন, তিনি দেশে ফিরলে সুইডেনের পুলিশ তাকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না। তাই সুইডেনে ফেরা তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ।  

তিনি ডেনমার্কে অবস্থান করে সে দেশের পুলিশের সহায়তায় ভার্চুয়ালি আদালতে শুনানি করতে চান।

উল্লেখ্য, এ বছরের জানুয়ারিতে সুইডেন সরকারের অনুমতি নিয়ে এবং পুলিশ পাহারায় রাজধানী স্টকহোমে অবস্থিত তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কুরআন শরিফ পোড়ানোর মতো ন্যক্কারজনক কাজ করেছেন।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সুইডেনের ন্যাটোতে যোগদানের সুযোগ বন্ধ করে দেয় তুরস্ক। এর এক সপ্তাহ পর উগ্রপন্থি এ নেতা চলে যান ডেনমার্কে।

ডেনমার্কে গিয়ে একটি মসজিদের সামনে আবারও পবিত্র কুরআন পুড়িয়ে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেন।

 

সুইডেনের. সেই উগ্রপন্থি নেতা. গ্রেফতারি পরোয়ানা.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম