Logo
Logo
×

আন্তর্জাতিক

ইমরান খানের মুক্তির আদেশের খবরে খুশি জেমিমা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৩, ১১:২৫ এএম

ইমরান খানের মুক্তির আদেশের খবরে খুশি জেমিমা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তির আদেশের খবরে আনন্দ প্রকাশ করেছেন তার সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ।

ইমরান খানের গ্রেফতারকে বেআইনি ঘোষণা করে অবিলম্বে তাকে মুক্তি দিতে আদেশ দেন সুপ্রিমকোর্ট। এ আদেশের পর জেমিমা টুইট করে বলেছেন, অবশেষে বোধোদয় হয়েছে। খবর ডেইলি পাকিস্তানের।

এর সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন দুই হাত জড়ো করে প্রার্থনা ও পাকিস্তানের পতাকার ইমোজি। চলচ্চিত্র প্রযোজক জেমিমা এখন তার দুই ছেলের সঙ্গে যুক্তরাজ্যে থাকেন।

বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিমকোর্টে ইমরান খানের গ্রেফতারের বৈধতা নিয়ে আবেদনের শুনানি হয়। প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ শুনানি নেন।

৯ মে ইসলামাবাদ হাইকোর্টে আগাম জামিনের জন্য গিয়েছিলেন ইমরান খান। এ সময় তাকে আদালত চত্বর থেকে গ্রেফতার করা হয়। ইমরানকে গ্রেফতার করতে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০০ সদস্য ছিলেন।

ইমরান খানকে গ্রেফতারের ঘটনায় বিভিন্ন শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ জন নিহত ও ৫ শতাধিক আহত হয়েছেন।

ইমরান খান.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম