Logo
Logo
×

আন্তর্জাতিক

সৌদিতে শিলাবৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তা, ভেসে গেছে গাড়ি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৩, ১১:৩৯ এএম

সৌদিতে শিলাবৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তা, ভেসে গেছে গাড়ি

সৌদি আরবের আসির অঞ্চলের খামিস মুশাইত এলাকায় ভারি বর্ষণ ও শিলাবৃষ্টি হয়েছে। বজ্রপাত আর মুষলধারে বৃষ্টির কারণে দেশটির বিভিন্ন উপত্যকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

শুক্রবার আকস্মিক এই বৃষ্টিতে রাস্তা তলিয়ে গেছে, যানবাহন ভেসে গেছে। ফলে ব্যাপক ভোগান্তির মুখোমুখি হয়েছেন সাধারণ মানুষ। খবর দ্য গালফ নিউজের। 

প্রতিবেদনে বলা হয়, আসির অঞ্চল ছাড়াও দেশটির রাজধানী রিয়াদ ও দক্ষিণের কিছু এলাকায়ও ভারি বর্ষণ হয়েছে। অস্বাভাবিক এই বর্ষণ ও শিলাবৃষ্টির পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ভিডিও শেয়ার করেছেন।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র দেশজুড়ে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে।

চরম বৈরী এই আবহাওয়ার কারণে বাসিন্দাদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা মহাপরিদপ্তর। 

বিশেষ করে উপত্যকা ও বাঁধসহ আকস্মিক বন্যাপ্রবণ স্থানগুলো জনসাধারণকে এড়াতে পরামর্শ দিয়েছে।

সৌদি শিলাবৃষ্টি গাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম