Logo
Logo
×

আন্তর্জাতিক

আইনি লড়াইয়ে হার, পুলিশি সুরক্ষার অর্থ পাবেন না হ্যারি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৫:৩৮ পিএম

আইনি লড়াইয়ে হার, পুলিশি সুরক্ষার অর্থ পাবেন না হ্যারি

প্রিন্স হ্যারি। ছবি: সিএনএন

যুক্তরাজ্যে থাকাকালীন প্রিন্স হ্যারিকে যাতে পুলিশি সুরক্ষার জন্য অর্থ প্রদান করা হয়, সে লক্ষ্যে করা মামলায় হেরে গেছেন তিনি। লন্ডনের হাইকোর্ট মঙ্গলবার এ রায় দিয়েছে। সাসেক্সের ডিউক নিজ দেশে যে কয়টি মামলা চালিয়ে যাচ্ছেন, এটি তার মধ্যে অন্যতম।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর দিয়েছে। এতে বলা হয়, প্রিন্স হ্যারির আইনি লড়াই ছিল- একজন কর্মরত ব্যক্তি রাজকীয় পদ থেকে পদত্যাগ করার পর রয়্যালটি এবং পাবলিক ফিগার (ব্যক্তিত্ব) হিসেবে ডিউকের পুলিশি সুরক্ষা বজায় রাখার জন্য।

তবে বিচারপতি চেম্বারলেন এই দাবির জন্য একটি বিচার বিভাগীয় পর্যালোচনা এখন প্রত্যাখ্যান করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন।

প্রসঙ্গত, এই মামলাটি বেশ কয়েকটি চলমান মামলার মধ্যে একটি, যা প্রিন্স হ্যারি যুক্তরাজ্যে পরিচালনা করছেন। 

প্রতিবেদেনে বলা হয়েছে, মিরর নিউজপেপার গ্রুপের (এমএনজি) বিরুদ্ধে ফোন-হ্যাকিংয়ের দাবি সংক্রান্ত একটি পৃথক মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য তিনি আগামী মাসে লন্ডনে ফিরবেন বলে মনে করা হচ্ছে। গত ১০ মে শুরু হয়েছিল ওই মামলার কার্যক্রম। মামলাটি নিষ্পত্তি হতে সাত সপ্তাহ লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রিন্স হ্যারি আইনি লড়াই পুলিশি সুরক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম