Logo
Logo
×

আন্তর্জাতিক

'ইইউর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার হচ্ছে ভারতের'

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৩, ১২:৪১ পিএম

'ইইউর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার হচ্ছে ভারতের'

চীনকে নিয়ে সংশয়ের মধ্যে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার হচ্ছে। ডেইলি মিরর অনলাইনের (ডিএমও) বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম লোকমত টাইমস।

লোকমত টাইমস জানিয়েছে, ইউরোপ-চীন সম্পর্কে টানাপোড়েনের কারণে ২০২০ সাল থেকে বিনিয়োগ চুক্তির অগ্রগতি বন্ধ রয়েছে। এমতাবস্থায় ইউরোপীয় ইউনিয়ন নয়াদিল্লির সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করতে চাইছে।

সম্প্রতি একটি বৈঠকে তিনজন ভারতীয় মন্ত্রী এবং চারজন ইউরোপীয় কমিশনার সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করেছেন বলে সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

তবে ব্রাসেলস বেইজিংয়ের সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করতে চায় না, তবে এটি তার সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য আনতে চায়। সেই জায়গাটিই ভারত দখল করতে চায়।

সেমিকন্ডাক্টর উত্পাদনের জন্য জড়িত নকশা ও বুদ্ধিবৃত্তিক শ্রম। ভারতের এখানে একটি সুবিধা রয়েছে। কারণ বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর ডিজাইন ইঞ্জিনিয়ারদের একটি বড় অংশ হয় ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূত; ইন্টেল এবং এনভিডিয়ার মতো চিপমেকিং সংস্থাগুলোর ভারতে বিশাল সুবিধা রয়েছে। যে কারণে এ জায়গাগুলোতে চীনের চেয়ে ভারত ভালোভাবে বিষয়টি রক্ষণাবেক্ষণ করতে সক্ষম।

 সূত্র: লোকমত টাইমস

ভারত চীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম