Logo
Logo
×

আন্তর্জাতিক

জলাধারে পড়ল সরকারি কর্মকর্তার মোবাইল, পানি সেচে উদ্ধারের চেষ্টা!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৩, ০২:৪৯ পিএম

জলাধারে পড়ল সরকারি কর্মকর্তার মোবাইল, পানি সেচে উদ্ধারের চেষ্টা!

সেলফি তুলতে গিয়ে পানিতে পড়ে যায় মোবাইল। সেই ফোন উদ্ধারে সেচে ফেলা হলো গোটা জলাধারের ২০ লাখ লিটার পানি। 

ভারতের ছত্তিশগড়ে সম্প্রতি এক সরকারি কর্মকর্তার এমন কাণ্ডে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। খবর ইন্ডিয়া ট্যুডের।

দেশটির গণমাধ্যম জানায়, গেল সপ্তাহে খেরকাট্টা জলাধারে রাজেশ বিশ্বাস নামে ওই ব্যক্তির মোবাইলটি পড়ে যায়। সেটি উদ্ধারে জলাধারের পানি সরানোর নির্দেশ দেন তিনি।

তিন দিন ধরে পার্শ্ববর্তী খালে পানি ফেলার পর বিষয়টি নজরে আসে পানি উন্নয়ন বোর্ডের। বিষয়টি জানাজানি হলে কাজ বন্ধ করা হলেও বিপাকে পড়েন ওই সরকারি কর্মকর্তা। ক্ষমতার অপব্যবহার করে সরকারি সম্পদের ক্ষতিসাধন করার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। তাকে করা হয়েছে সাময়িক বরখাস্ত।

অবশ্য রাজেশের দাবি, স্থানীয় কৃষকদের পানির চাহিদা থাকায় তাদের উপকার হতো এতে। 

জানা গেছে, হারিয়ে যাওয়া মোবাইলটি স্যামসাং কোম্পানির। যার বাজারমূল্য এক লাখ রুপি।

পানি সেচ সেলফি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম