Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়াকে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করলেন পুতিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৩, ০৫:৫১ পিএম

রাশিয়াকে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করলেন পুতিন

রাশিয়ার একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার দেশটির বিপুল সম্পদের দিকে ইঙ্গিত করে এ কথা বলেছেন। 

‘বিজনেস রাশিয়া অরগেনাইজেশন’ এর সদস্যদের সঙ্গে এক বৈঠকে পুতিন এ কথা বলেন পুতিন। তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী যে রাশিয়ার একটি উজ্জ্বল ভবিষ্যৎ আছে। প্রথমত, আমরা জানি আমরা কী চাই এবং আমাদের অর্জনের জন্য কী করতে হবে। দ্বিতীয়ত, আমাদের প্রচুর সম্পদ রয়েছে। 

প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার শক্তিশালী শিক্ষা ব্যবস্থার কথাও তুলে ধরেন।  তিনি বলেন, আমরা সাম্প্রতিক দশকগুলোতে বিস্ময়কর স্কুল প্রতিষ্ঠা করেছি। আমি গণিতের স্কুলের কথা বলতে চাচ্ছি; এটি মৌলিক। আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে চমৎকার স্কুল রয়েছে।

এদিকে ইউরোপের সর্ববৃহৎ পরমাণুকেন্দ্র ইউক্রেনের জাপোরিঝঝিয়ায় হামলার পরিকল্পনা করছে বলে দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এ সতর্কতা জারি করেছে।

এর আগে যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইউক্রেন যুদ্ধে কখনোই সামরিক বিজয় অর্জন করতে পারবে না রাশিয়া।

ইউক্রেন যুদ্ধ রাশিয়া ভবিষ্যদ্বাণী পুতিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম