পিটিআই ছেড়ে পিএমএলকিউ-এ যোগ দিচ্ছেন ২৬ সাবেক এমপিএ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৩, ০৫:০৩ পিএম
পাঞ্জাব বিধানসভা। ছবি: জিও নিউজ
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক ২৬ এমপিএ ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ তথা পিটিআই ছেড়ে দিয়েছেন। তারা এখন পিএমএল-কিউ বা পাকিস্তান মুসলিম লীগ কায়েদে যোগ দিচ্ছেন বলে খবর দিয়েছে দেশটির গণমাধ্যম।
পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে গত ৯ মে দেশব্যাপী সহিংসতার প্রেক্ষিতে তারা সম্প্রতি পিটিআই ত্যাগের ঘোষণা দেন। ওই ঘটনার পর পাকিস্তান দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়ানক অস্থিতিশীলতার একটি পরিস্থিতি অবলোকন করে। এর পর গণহারে দলটি ছেড়ে যেতে শুরু করেছেন নেতারা।
যদিও ইমরান খান অভিযোগ করেছেন যে, তার দলের নেতাদের জোরপূর্বক দলত্যাগে বাধ্য করা হচ্ছে।
রোববার দ্য নিউজের বরাত দিয়ে জিও টিভি জানিয়েছে, পিটিআই ছাড়া এই নেতারা এখন পিএমএল-কিউ দলে ভিড়তে চায়। এই এমপিএদের নেতৃত্বে রয়েছেন পিটিআই প্রেসিডেন্ট চৌধুরী পারভেজ এলাহির কাজিন চৌধুরী শুজাত হুসাইন।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই সাবেক এমপিএ’রা এখন পিএমএল-কিউ দলের নেতাদের কাছে তাদের দল থেকে মনোনয়ন পাওয়ার আবেদন জানিয়েছেন। তারা আসন্ন নির্বাচনে লড়তে চান।
যারা এরইমধ্যে পিএমএল-কিউ নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন তাদের মধ্যে আছেন ফয়জুল্লাহ কামোকা, চৌধুরী আখলাক এবং অন্যরা। আর সাবেক এই পিটিআই নেতাদের সঙ্গে কথা বলার জন্য পিএমএল-কিউ দল থেকে চৌধুরী মুহাম্মদ সরোয়ারকে নিয়োগ দেয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যেসব পিটিআই নেতা পিএমএল-কিউ’র সঙ্গে যোগাযোগ করেছেন, তারা প্রায় সকলেই দক্ষিণ পাঞ্জাবের রাজনীতিক।
