Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানের সহায়তায় ইউক্রেনে অস্ত্র সরবরাহের অভিযোগ চীনের বিরুদ্ধে!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৩, ০৯:২৪ পিএম

পাকিস্তানের সহায়তায় ইউক্রেনে অস্ত্র সরবরাহের অভিযোগ চীনের বিরুদ্ধে!

পাকিস্তানের সহায়তায় অবৈধভাবে ইউক্রেনে অস্ত্র সরবরাহ করছে চীন। অস্ত্র সরবরাহ সহজ করার লক্ষ্যে পোল্যান্ডের মাধ্যমে কিয়েভকে সামরিক সরঞ্জাম সরবরাহ করছে দেশটি।  

এর মাধ্যমে ইউক্রেনের সঙ্গে প্রতিরক্ষা যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে একটি প্রতিরক্ষা বাণিজ্য কোম্পানি প্রতিষ্ঠা করেছে।

ইকোনমিক টাইমসের অনুসন্ধানী এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখতে পাকিস্তানের কেস্ট্রাল নামক ডিফেন্স কোম্পানি চীনের সহোযোগিতায় পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে অবৈধভাবে ‘বেলফারটেন ইনভেস্টমেন্ট’ নামে একটি অস্ত্র কারখানা নির্মান করেছে বলে অভিযোগ উঠেছে।

খবরে বলা হয়, ইউক্রেনে ড্রোন সরঞ্জামাদি সরবারহের লক্ষ্যে পাকিস্তানের কেস্ট্রাল কোম্পানি চীনের ডিফেন্স কোম্পানি হিইউ ইয়াংতাই সাইন্স অ্যান্ড টেক-এর সঙ্গে অংশীদার হয়েছে। 

প্রতিবেদনে দাবি করা হয়, জাহাজে অবৈধভাবেভাবে অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকা লাগিয়ে পাকিস্তান ইতিমধ্যে ২০০ এর বেশি যুদ্ধ সরঞ্জাম ইউক্রেনে সরবারহ করেছে। 

উল্লেখ্য, পাকিস্তান গত বছর থেকেই ইউক্রেনে অস্ত্র এবং যুদ্ধ সামগ্রী সরবারহ করছে। বিভিন্ন তথ্যানুযায়ী আগামী তিন মাসের মধ্যে পাকিস্তান ইউক্রেনে ১৫৫ মিলিমিটার আরটিলারি সেলস পোল্যান্ডের মাধ্যমে সরবারহ করবে। 

এছাড়াও এম আই-১৭ হেলিকপ্টারের ইঞ্জিন কেনার জন্য পাকিস্তানের সঙ্গে ১.৫ মিলিয়ন ডলারের চুক্তির কথা অনুসন্ধানে বেরিয়ে এসেছে৷
 

ইউক্রেন যুদ্ধ পাকিস্তান সহায়তা অস্ত্র চীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম