Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনের ‘সর্বশেষ’ যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি রাশিয়ার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৩, ০৬:৪৪ পিএম

ইউক্রেনের ‘সর্বশেষ’ যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি রাশিয়ার

ইউক্রেনীয় যুদ্ধজাহাজ ইউরি ওলেফিরেঙ্কো। ছবি: মস্কো টাইমস

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার দাবি করা হয়েছে যে, তাদের বাহিনী দুই দিন আগে ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের একটি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে।  এটি কিয়েভের ‘শেষ যুদ্ধজাহাজ’ বলেও উল্লেখ করেছে মস্কো। তবে ইউক্রেনের নৌবাহিনী এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ যুদ্ধের বিষয়ে দৈনিক ব্রিফিংয়ে এ দাবি করেছেন। 

তিনি বলেছেন, রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ‘ইউক্রেনীয় নৌবাহিনীর শেষ যুদ্ধজাহাজ ‘ইউরি ওলেফিরেঙ্কো, ওডেসা বন্দরের একটি যুদ্ধজাহাজ ঘাঁটিতে ধ্বংস হয়েছে।

ইগর কোনাশেনকভ বলেন, জাহাজটিকে ‘উচ্চ-নির্ভুল অস্ত্র’ দিয়ে আঘাত করা হয়েছিল। গত ২৯ মে জাহাজটি ধ্বংস করা হয়- দাবি করলেও এ বিষয়ে তিনি আর বিস্তারিত কিছু বলেননি।

এদিকে ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র ওলেহ চালিক বলেছেন, তিনি রাশিয়ার কোনো দাবির ব্যাপারে কোনো জবাব দেবেন না।

তিনি আরও বলেন, ইউক্রেনীয় নৌবাহিনী যুদ্ধের সময় ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করবে না।

ইউক্রেন যুদ্ধ যুদ্ধজাহাজ ধ্বংস রাশিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম