Logo
Logo
×

আন্তর্জাতিক

জার্মানিতে চারটি রুশ কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ০৬:৪৩ পিএম

জার্মানিতে চারটি রুশ কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত

জার্মানিতে অবস্থিত রাশিয়ার পাঁচটির মধ্যে চারটি কনস্যুলেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে জার্মান সরকার। এর আগে রাশিয়া জানিয়েছিল, মস্কোর জার্মান দূতাবাস এবং অন্য সংগঠন থেকে কর্মী ছাঁটাই করতে হবে। রাশিয়ার নির্দেশ, সে দেশে ৩৫০ জনের বেশি জার্মান থাকতে পারবেন না। এর মধ্যে স্কুলে ও অন্য সাংস্কৃতিক সংগঠনে কর্মরত জার্মানরাও আছেন।   

রাশিয়া জানিয়েছে, তারা এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না। তারা এর জবাব দেবে। 

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দুদেশের কূটনৈতিক ও অন্য মানুষের সংখ্যায় একটা তালতম্য থাকা দরকার। তাই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, রাশিয়াই প্রথমে অন্যায্য সিদ্ধান্ত নিয়েছে। এরপর আমাদের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বছরের শেষে বার্লিনে রাশিয়ার দূতাবাস থাকবে এবং একটি কনস্যুলেট থাকবে। 

মুখপাত্রের দাবি, ইউক্রেন যুদ্ধ চলছে। এ সময় রাশিয়া কূটনৈতিক সম্পর্ক কম করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা মেনে নেওয়া যায় না। 

বুধবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, অনেক জার্মানকে রাশিয়া ছাড়তে হবে। 

ইউক্রেন যুদ্ধ শুরুর পর এমনিতেই জার্মানি ও রাশিয়ার সম্পর্ক খারাপ হয়েছে। এখন তা আরো খারাপ হলো।

জার্মানি রুশ কনস্যুলেট সিদ্ধান্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম