Logo
Logo
×

আন্তর্জাতিক

এরদোগানকে কী উপহার দিলেন শাহবাজ শরীফ?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৩, ০৫:৩০ পিএম

এরদোগানকে কী উপহার দিলেন শাহবাজ শরীফ?

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের শপথ অনুষ্ঠানে রোববার বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষপর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও আঙ্কারায় এ অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। 

জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে উপস্থিত হয়ে এরদোগানকে উপহার দিয়েছেন শাহবাজ শরীফ। 

এরদোগানের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তাকে অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতার মাধ্যমে উপহারের বর্ণনাও দিয়েছেন পাকিস্তানের সরকার প্রধান। 

এরদোগানকে 'ভাই' সংবোধন করে শাহবাজ বলেন, আমি আপনার জন্য পাকিস্তানি আম নিয়ে এসেছি। এর মধ্যে অর্ধেক আপনার জন্য এবং বাকি অর্ধেক আপনার স্ত্রীর (এমিনি এরদোগান) জন্য।

শাহবাজের কথা শুনে হেসে ফেলেন এরদোগান-এমিনি দম্পতি। তারা বলেন, পাকিস্তানি আমের স্বাদ খুবই মিষ্টি। আমাদের খাওয়ার অভিজ্ঞতা আছে।

এ সময় সুন্দর উপহারের জন্য শাহবাজ শরীফকে ধন্যবাদ জানান এমিনি এরদোগান। আর অভিষেক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এরদোগান। 

এরদোগান উপহার শাহবাজ শরীফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম