Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ার সঙ্গে ‘যুদ্ধের পথ’ বেছে নিয়েছে ইউরোপ: ল্যাভরভ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ০৩:৫৫ পিএম

রাশিয়ার সঙ্গে ‘যুদ্ধের পথ’ বেছে নিয়েছে ইউরোপ: ল্যাভরভ

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

ইউরোপ রাশিয়ার সঙ্গে ‘যুদ্ধের পথ’ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মঙ্গলবার তাজিকিস্তানে দেওয়া এক ভাষণে এমন অভিযোগ করেন তিনি।

তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাক এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউরোপ রাশিয়ার সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে ‘যুদ্ধের পথ’ বেছে নিয়েছে এবং এটি যদি যুদ্ধ হয়, তাহলে মস্কোকে অবশ্যই ‘তার লক্ষ্য অর্জন করতে হবে।’

খবরে বলা হয়েছে, তাজিকিস্তানে রাশিয়ার ২০১তম সামরিক ঘাঁটির সেনাদের উদ্দেশে ল্যাভরভ বলেন, দেশটির হালনাগাদ করা পররাষ্ট্র নীতি ইউরোপের ‘এই ধরনের মনোভাবকে প্রতিফলিত করে।’

‘আমাদের যেভাবেই হোক তাদের (ইউরোপীয়দের) সঙ্গে পাশাপাশি থাকতে হবে। কিন্তু যদি এটি একটি যুদ্ধ হয়, তবে আমাদের অবশ্যই আমাদের লক্ষ্য অর্জন করতে হবে এবং আমাদের লক্ষ্যগুলো ইউরোপীয়দের তুলনায় অনেক উন্নত। তারা অন্য কাউকে চায়, আর আমরা চাই আমাদের নিজেদের,’ বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

খবরে বলা হয়েছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ল্যাভরভের বক্তৃতার একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে তিনি উল্লেখ করেছেন, রাশিয়ান কর্তৃপক্ষ ‘বিদেশ থেকে আসা উস্কানি’ বুঝতে পারে এবং ‘কীভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা যায় তার একটি উদাহরণ’ দেখানোর জন্য সবকিছু করে।

ইউক্রেন যুদ্ধ রাশিয়া যুদ্ধের পথ ইউরোপ ল্যাভরভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম