Logo
Logo
×

আন্তর্জাতিক

জুলাইয়ে বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করবে রাশিয়া: পুতিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৩, ০৩:১৫ পিএম

জুলাইয়ে বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করবে রাশিয়া: পুতিন

সোচিতে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: ডন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে, আসছে জুলাই মাসে বেলারুশে রাশিয়ার ট্যাক্টিক্যাল পরমাণু অস্ত্র মোতায়েন করা হবে। কৃষ্ণসাগরের তীরবর্তী অবকাশযাপন কেন্দ্র সোচিতে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকের পর শুক্রবার সাংবাদিকদের এ কথা জানান রুশ নেতা।

পুতিন বলেন, পরমাণু অস্ত্র রাখার জন্য বিশেষ সংরক্ষণাগার তৈরির কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে এসব অস্ত্র বেলারুশে পাঠানো হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছে বলেও জানান রুশ প্রেসিডেন্ট।

ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট বলেন, ট্যাক্টিক্যাল পরমাণু অস্ত্রের জন্য যে বিশেষ সংরক্ষণাগার  নির্মাণ করা হচ্ছে, তার কাজ আগামী ৭ থেকে ৮ জুলাইর মধ্যে শেষ হবে। এর পর পরই রুশ পরমাণু অস্ত্র মোতায়েনের কাজ শুরু করা  হবে।

ভ্লাদিমির পুতিন আরও বলেন, তার দেশ ইতোমধ্যে বেলারুশের কাছে স্বল্প পাল্লার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র হস্তান্তর করেছে। এসব ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম এবং ৫০০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। বেলারুশ থেকে ইউরোপের বেশিরভাগ অঞ্চল এই ক্ষেপণাস্ত্রের আওতায় থাকবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বেলারুশের রাজধানী মিনস্কের নিকটবর্তী দেশটির প্রধান বিমান ঘাঁটি থেকে নিক্ষিপ্ত হলে এসব ক্ষেপণাস্ত্র পুরো পূর্ব ইউরোপের পাশাপাশি জার্মানির রাজধানী বার্লিন এবং সুইডেনের রাজধানী স্টকহোমে আঘাত হানতে পারবে বলে মনে করা হচ্ছে।

এর আগে গত মার্চ মাসে প্রথমবারের মতো বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর ওই পরিকল্পনার বিরোধিতা করেছিল ওয়াশিংটন। তবে রাশিয়া বলেছিল, মার্কিন সরকার বহু দশক ধরে ইউরোপীয় দেশগুলোতে পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখেছে। 

ইউক্রেন যুদ্ধ বেলারুশ পরমাণু অস্ত্র রাশিয়া পুতিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম