মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার আম উপহার
মালয়েশিয়ার রাজা ইয়াং দি পেরতুয়ান আগং ও প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের জন্য শুভেচ্ছার নিদর্শনস্বরূপ উন্নতমানের বাংলাদেশি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রীর পক্ষে যথাক্রমে ইস্তানা নেগারা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা আম গ্রহণ করেন।
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে এক হাজার কেজি আম বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, রাজনৈতিক দলের প্রধান, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন কূটনীতিক উপপ্রধানদের কাছে পাঠানো হয়েছে।
হাইকমিশন জানিয়েছে, প্রধানমন্ত্রীর উপহার বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ।
হাইকমিশন আশা প্রকাশ করে বলেছে, এই উদ্যোগ দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার পাশাপাশি মালয়েশিয়ায় বাংলাদেশি আম ও কৃষিপণ্যকে একটি সম্ভাবনাময় আইটেম হিসেবে প্রচারে সহায়তা করবে।
মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার আম উপহার
আহমাদুল কবির, মালয়েশিয়া
২৩ জুন ২০২৩, ০৪:০০:৫১ | অনলাইন সংস্করণ
মালয়েশিয়ার রাজা ইয়াং দি পেরতুয়ান আগং ও প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের জন্য শুভেচ্ছার নিদর্শনস্বরূপ উন্নতমানের বাংলাদেশি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রীর পক্ষে যথাক্রমে ইস্তানা নেগারা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা আম গ্রহণ করেন।
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে এক হাজার কেজি আম বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, রাজনৈতিক দলের প্রধান, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন কূটনীতিক উপপ্রধানদের কাছে পাঠানো হয়েছে।
হাইকমিশন জানিয়েছে, প্রধানমন্ত্রীর উপহার বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ।
হাইকমিশন আশা প্রকাশ করে বলেছে, এই উদ্যোগ দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার পাশাপাশি মালয়েশিয়ায় বাংলাদেশি আম ও কৃষিপণ্যকে একটি সম্ভাবনাময় আইটেম হিসেবে প্রচারে সহায়তা করবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023