Logo
Logo
×

আন্তর্জাতিক

২০টি নতুন পার্ক খুলবে সৌদি আরব

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ১০:২৬ পিএম

২০টি নতুন পার্ক খুলবে সৌদি আরব

রাজধানী রিয়াদের বিশাল এলাকাজুড়ে ২০টি নতুন পার্ক খোলার ঘোষণা দিয়েছে সৌদি আরব। বুধবার পার্কগুলোর ভিত্তপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা জানান রিয়াদের ডেপুটি গভর্নর প্রিন্স মোহাম্মদ বিন আব্দুর রহমান আজিজ। 

পার্কগুলো এক লাখ ৮১ হাজার ২২৫ বর্গমিটার সম্মিলিত এলাকার ১৮টি আবাসিক এলাকাজুড়ে ছড়িয়ে থাকবে। রিয়াদের মেয়র প্রিন্স ফয়সাল বিন অব্দুল আজিজ বিন আইয়াফের উপস্থিতিতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। 

পার্কগুলোতে ৫৬টি বিনোদন অঞ্চল, ছয়টি খেলার মাঠ ও ১০০টি যানবাহনের জন্য পার্কিংয়ের জায়গা আছে। সাথে ৭৫০টিরও বেশি সুসজ্জিত ল্যাম্পপোস্টও আছে। 

সৌদি আরবের উন্নত শহর নির্মাণে নিযুক্ত সংস্থা (নিওম) ঘোষণা করেছে, ২০২৬ সালের মধ্যে আরবের অক্সাগনে একটি ২৫০-কী হোটেল ইন্ডিগো খোলা হবে। নিওম-এর হোটেল ডেভেলপমেন্ট বিভাগের সাথে বিট্রিশ ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপের (আইএইচজি) প্রচেষ্টায় খোলা হবে এ হোটেল। 

আইএইচজি বর্তমানে সৌদি আরবের পাঁচটি ব্যান্ডসহ ৩৭টি হোটেল পরিচালনা করেছে। হোটেল ইন্ডিগো এমনভাবে ডিজাইন করা হবে যাতে ক্যাফে, একটি পুল লাউঞ্জ ও একটি বিশেষ রেস্তোরাঁসহ সব ধরনের প্রয়োজনীয় জিনিস সরবরাহ করবে। সুস্থতা সুবিধা ও অবসর কাটানোর জন্য বাসিন্দা ও দর্শনার্থীদের জন্য স্পা ও ২৪ ঘণ্টার ফিটনেস সেন্টারও থাকবে। 

পার্কগুলোর মধ্যে সবুজে ভরা ম্যানগ্রোভ পার্কও থাকবে। আরবের ন্যাশনাল সেন্টার ফর ভেজেটেশন ডেভেলপমেন্ট অ্যান্ড কম্বেটিং ডিসারটিফিকেশন (এনসিভিসি)-এর মতে, সৌদি আরব আগামী বছরগুলোতে ১০ কোটি ম্যানগ্রোভ গাছ রোপণ করবে। 
কেন্দ্রটি ইতোমধ্যে লোহিত সাগর ও আরব উপসাগরীয় উপকূল রেখা বরাবর ছয় কোটি ম্যানগ্রোভ চারা রোপণ করেছে। ম্যানগ্রোভ গাছগুলো পর্যটকদের সুবিধা দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ লাইফলাইন গঠন করবে। বিষাক্ত কার্বন নিঃসরণ কমাতেও এ পদক্ষেপ বিশেষ ভূমিকা পালন করবে। কারণ ম্যানগ্রোভ গাছগুলো অন্যান্য উদ্ভিদের তুলনায় পাঁচ থেকে ১০ গুন বেশি কার্বন শোষণ করতে পারে। গাছগুলো তাপমাত্রা ও আর্দ্রতা হ্রাস করতেও সহায়তা করবে। এনসিভিসিডির লক্ষ্য রাজ্যের চারপাশে তাদের চ্যালেঞ্জগুলো অপসারণ করা। 

মূলত কেন্দ্রটি সৌদি গ্রিন ইনিশিয়েটিভের উদ্দেশ্যগুলো বাস্তবায়নে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রাকৃতিক সম্পদ ও জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য কাজ করে।

এদিকে রেড সী গ্লোবাল (আরএসজি) নামের একটি সংস্থা জীববৈচিত্র্য বাড়াতে  ২০৩০ সালের মধ্যে ৫০ কোটি গাছ লাগানোর লক্ষ্যে একটি ম্যাগ্রোভ নার্সারী প্রকল্প চালু করেছে। প্রকল্পটি সৌদি গ্রিন ইনিশিয়েটিভের সাথে একযোগে কাজ করছে। 

আরএসজির সিও জন পৌগানক বলেন, ‘আমাদের নার্সারি ম্যাগ্রোভ গাছের সংখ্যা বাড়িয়ে তুলবে। যা জীববৈচিত্র্য বাড়াতেও সহায়তা করবে।’ জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য  আরএসজি দ্বারা চালিত বহু উদ্যোগের মধ্যে ম্যানগ্রোভ নার্সারি সর্বশেষতম। ম্যানগ্রোভ এ পার্কগুলি শিগগিরই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

পার্ক সৌদি আরব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম