Logo
Logo
×

আন্তর্জাতিক

জাস্টিন ট্রুডোর আবেদনে সাড়া দিলেন টেইলর সুইফট!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ০১:১৩ পিএম

জাস্টিন ট্রুডোর আবেদনে সাড়া দিলেন টেইলর সুইফট!

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অনুরোধ রাখলেন বিশ্বনন্দিত পপতারকা টেইলর সুইফট। তিনি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আবেদনে সাড়া দিয়ে নিজের চলমান ইরাস ওয়ার্ল্ড ট্যুরে টরন্টোকে অন্তর্ভুক্ত করেছেন। খবর হিন্দুস্তান টাইমস ও ইউএস ইউকলির।

সুইফট প্রাথমিকভাবে কানাডাকে তার বিশাল এই সফর থেকে বাদ দিয়েছিলেন, যার ফলে তার কানাডিয়ান ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। এর পর কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো সামাজিক মাধ্যমে সুইফটের দৃষ্টি আকর্ষণ করে লেখেন— আমি জানি কানাডার শ্রোতারা আপনাকে কাছে পেতে পছন্দ করবে। এটিকে আরেকটি নিষ্ঠুর গ্রীষ্মে পরিণত করবেন না। আমরা আশা করি শিগগিরই আপনার সঙ্গে দেখা হবে।

প্রধানমন্ত্রীর এমন আবেদন ভক্তদের এবং সুইফটের দৃষ্টি আকর্ষণ করেছিল। তাই অবশেষে নিজের সফরসূচিতে কানাডাকে অন্তর্ভুক্ত করলেন সুইফট।

জানা গেছে, সুইফটের টরন্টো সফরের তারিখগুলো ২০২৪ সালের নভেম্বরের জন্য নির্ধারিত হয়েছে। আগামী সপ্তাহ থেকে টিকিট বিক্রি হতে চলেছে৷ সুইফট সামাজিক মাধ্যমে কানাডাভক্তদের জন্য এই সুসংবাদটি শেয়ার করেছেন।

২০২৪ সালের ১৪-১৬ নভেম্বর এবং ২১-২৩ নভেম্বর পর্যন্ত টরন্টোতে সুইফটের পারফরম্যান্সের জন্য কানাডিয়ান ভক্তরা প্রস্তুতি নিতে পারেন বলে জানিয়েছেন সুইফট।

আরও পড়ুন: নিজেকে ফর্সা করায় ট্রলের শিকার শাহরুখকন্যা সুহানা! 

২০১৮ সালের রেপুটেশন ট্যুরের পর দীর্ঘ ৫ বছরে কানাডায় এটি সুইফটের প্রথম সফর হতে যাচ্ছে। উল্লেখযোগ্যভাবে তিনি হবেন প্রথম নারী শিল্পী, যিনি টরন্টোর বিখ্যাত রজার্স সেন্টারে ছয়টি শো করবেন।

কানাডা টেইলর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম