চীনে সরকারি কর্তাদের বিদেশি আইফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সরকারি কাজে কর্মকর্তাদের অ্যাপলের আইফোন ব্যবহার নিষিদ্ধ করেছে চীন। এমনকি আইফোনের পাশাপাশি বিদেশি ব্র্যান্ডের অন্যান্য ডিভাইস ব্যবহার না করতে এবং সেগুলো অফিসে না আনতেও নির্দেশনা দেওয়া হয়েছে দেশটিতে।
তবে অ্যাপলের প্রস্তুতকারক দেশ যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করলেও চীন-মার্কিন সম্পর্কে চলা টানাপোড়েনের মধ্যেই এমন নিষেধাজ্ঞা দিয়েছে বেইজিং।
বৈদেশিক বাণিজ্য, প্রযুক্তিসহ বিভিন্ন ইস্যুতে চীনের সঙ্গে পশ্চিমা দেশগুলোর বিরোধ অনেকটা তুঙ্গে এবং এর মধ্যেই আইফোন ব্যবহারের বিষয়ে এই নির্দেশনা দেওয়ার বিষয়টি সামনে এসেছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলোতে কর্মরত কর্মকর্তাদের অ্যাপলের আইফোন এবং অন্যান্য বিদেশি ব্র্যান্ডের ডিভাইস কাজের জন্য ব্যবহার না করার বা অফিসে না নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে বেইজিং। বিষয়টি সম্পর্কে জানেন এমন বেশ কয়েকজনকে উদ্ধৃত করে বুধবার এই তথ্য সামনে এনেছে সাংবাদমাধ্যমটি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কাজের জন্য আইফোন ব্যবহার না করা বা সেগুলো অফিসে না আনার বিষয়ে গত কয়েক সপ্তাহে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের অধস্তনদের এসব আদেশ দিয়েছেন। তবে এই নিষেধাজ্ঞা কতটা কঠোর ও এর পরিসর ঠিক কতটা ব্যাপক তা এখনো স্পষ্ট করা হয়নি।
