ইমরান খানের জামিনের আবেদনে ফেডারেল তদন্ত সংস্থাকে হাইকোর্টের নোটিশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৬ পিএম
ইসলামাবাদ হাইকোর্ট সোমবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাইফার মামলায় গ্রেফতার-পরবর্তী জামিনের আবেদনের ওপর ফেডারেল তদন্ত সংস্থাকে (এফআইএ) নোটিশ জারি করেছে। খবর জিও নিউজের।
গত সপ্তাহে উল্লিখিত মামলায় বিশেষ আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ইমরান খানের জামিন আবেদনের শুনানির সময় আদালতের নোটিশ আসে। পিটিআই চেয়ারম্যান শনিবার এ আবেদনটি দায়ের করেছিলেন এবং শুনানির জন্য তারিখ ধার্য করা হয়েছিল।
বিশেষ আদালত অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে নিখোঁজ সাইফারের মামলায় খান এবং তার দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশির গ্রেফতার-পরবর্তী জামিনের আবেদন নাকচ করেছিল। আইএইচসি প্রধান বিচারপতি আমের ফারুক পিটিআই প্রধানের পক্ষে আইনজীবী সালমান সাফদারের দায়ের করা আবেদনের জবাবে নোটিশ জারি করেছেন।
পিটিআই প্রধানের আইনি দল বারবার এ মামলার দ্রুত শুনানির জন্য অনুরোধ করেছিল, যার পরে আইএইচসি প্রধান বিচারপতি জোর দিয়েছিলেন যে, একটি যথাযথ পদ্ধতি রয়েছে এবং সেই অনুযায়ী মামলার সিদ্ধান্ত নেওয়া হবে। পিটিআই প্রধানের আবেদনের জবাব দিতে এফআইএকে নির্দেশ দেওয়া হয়েছে।
সাইফার মামলায় খান ও কুরেশি ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় রিমান্ডে রয়েছেন। গত মাসে এফআইএ পিটিআই প্রধান এবং তার দলের ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে গোপনীয় রাজনৈতিক স্বার্থে শ্রেণীবদ্ধ নথির অপব্যবহারের অভিযোগে মামলা করেছেন।
পরবর্তীকালে মামলার তদন্তের জন্য উভয় নেতাকে গ্রেফতার করা হয় এবং অভিযুক্তদের বিচারের জন্য অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে একটি বিশেষ আদালত গঠন করা হয়।