দিনদুপুরে দুই পুলিশের তুমুল মারামারি (ভিডিও)
বিস্ময়কর একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রকাশ্য দিবালোকে রাস্তায় মারামারি করছেন দুই পুলিশ সদস্য।
এমন ঘটনা ঘটেছে ভারতের বিহারের নালন্দা জেলায়। দ্রুত এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন দুই পুলিশ সদস্য। গালিগালাজের সঙ্গে তুমুল ঘুসাঘুসি চলে দুজনের মধ্যে। পরে একজন অন্যজনকে মারতে লাঠি নিয়ে আসেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সূত্রপাত এক পুলিশ সদস্য অন্য এক পুলিশ সদস্যের বিরুদ্ধে জনসম্মুখে ঘুস গ্রহণের অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগ উপেক্ষা করে প্রথম পুলিশ সদস্য সরে যাওয়ার চেষ্টা করলে, অন্য পুলিশ তাকে লাঠি দিয়ে আঘাত করেন।
আইনের রক্ষক পুলিশের এমন অদ্ভুত কাণ্ড দেখে ভিড় জমান সাধারণ মানুষ। পাশে দাঁড়িয়ে ভিডিও করেন অনেকে। দুই পুলিশের কার্যকলাপ দেখে চলমান বাইক থামিয়ে দেন এক লোক।
এ সময় আশপাশের মানুষজন তাদের থামতে বললেও শুরুতে কর্ণপাত করেননি তারা। তবে বেশ কিছুক্ষণ মারামারির পর তারা থামেন। এ ঘটনায় নালন্দা জেলা পুলিশ জানিয়েছে, ওই দুইজনকে ইতোমধ্যে পুলিশ সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) এক পোস্টের মাধ্যমে বিহার পুলিশ জানিয়েছে, তাদের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন ওই দুই পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের চাকরিচ্যুত করার আহ্বান জানিয়েছেন অনেকে। একজন লিখেছেন- বিহার পুলিশের জন্য এ ঘটনা ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অন্য একজন লিখেছেন- ঠিকঠাক ভাগ-বাটোয়ারা হয়নি বলেই এমন ঝামেলা!
Fighting Between Two Police Constables ???@Policenalanda @dmnalanda pic.twitter.com/tSDzEe640y
— Adveen Raj (@iamadveenraj) September 18, 2023
দিনদুপুরে দুই পুলিশের তুমুল মারামারি (ভিডিও)
অনলাইন ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩৫:৪২ | অনলাইন সংস্করণ
বিস্ময়কর একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রকাশ্য দিবালোকে রাস্তায় মারামারি করছেন দুই পুলিশ সদস্য।
এমন ঘটনা ঘটেছে ভারতের বিহারের নালন্দা জেলায়। দ্রুত এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন দুই পুলিশ সদস্য। গালিগালাজের সঙ্গে তুমুল ঘুসাঘুসি চলে দুজনের মধ্যে। পরে একজন অন্যজনকে মারতে লাঠি নিয়ে আসেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সূত্রপাত এক পুলিশ সদস্য অন্য এক পুলিশ সদস্যের বিরুদ্ধে জনসম্মুখে ঘুস গ্রহণের অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগ উপেক্ষা করে প্রথম পুলিশ সদস্য সরে যাওয়ার চেষ্টা করলে, অন্য পুলিশ তাকে লাঠি দিয়ে আঘাত করেন।
আইনের রক্ষক পুলিশের এমন অদ্ভুত কাণ্ড দেখে ভিড় জমান সাধারণ মানুষ। পাশে দাঁড়িয়ে ভিডিও করেন অনেকে। দুই পুলিশের কার্যকলাপ দেখে চলমান বাইক থামিয়ে দেন এক লোক।
এ সময় আশপাশের মানুষজন তাদের থামতে বললেও শুরুতে কর্ণপাত করেননি তারা। তবে বেশ কিছুক্ষণ মারামারির পর তারা থামেন।এ ঘটনায় নালন্দা জেলা পুলিশ জানিয়েছে, ওই দুইজনকে ইতোমধ্যে পুলিশ সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) এক পোস্টের মাধ্যমে বিহার পুলিশ জানিয়েছে, তাদের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন ওই দুই পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের চাকরিচ্যুত করার আহ্বান জানিয়েছেন অনেকে।একজন লিখেছেন- বিহার পুলিশের জন্য এ ঘটনা ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অন্য একজন লিখেছেন- ঠিকঠাক ভাগ-বাটোয়ারা হয়নি বলেই এমন ঝামেলা!
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023