Logo
Logo
×

আন্তর্জাতিক

নওয়াজ শরিফের জন্য কী বার্তা নিয়ে লন্ডন যাচ্ছেন শাহবাজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৪ পিএম

নওয়াজ শরিফের জন্য কী বার্তা নিয়ে লন্ডন যাচ্ছেন শাহবাজ

ছবি: সংগৃহীত

পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফের জন্য একটি বিশেষ বার্তা নিয়ে লন্ডন যাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বৃহস্পতিবার রাতে তিনি লন্ডনে পৌঁছবেন। এর আগে মরিয়ম নওয়াজ আজ বিকালে তার বাবার সঙ্গে দেখা করতে লন্ডনের উদ্দেশ্যে পাকিস্তান ত্যাগ করেছেন। খবর জিও নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, শাহবাজ শরিফ তার বড় ভাই নওয়াজ শরিফের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে লন্ডনে যাচ্ছেন।

সূত্র জানিয়েছে, নওয়াজ, মরিয়ম এবং শাহবাজ আগামী ২১ অক্টোবর নওয়াজের পাকিস্তানে ফিরে আসার বিষয়ে আলোচনা করবেন।

আরও পড়ুন: দেশের পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ নওয়াজ শরিফের

সূত্রটি আরও জানিয়েছে, পাকিস্তানে নওয়াজ শরিফের ফিরছেন এটি চূড়ান্ত, কী পরিকল্পনায নিয়ে ফিরবেন এ নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে শাহবাজ শরিফ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এক মাস কাটিয়ে সোমবার রাতে পাকিস্তানে পৌঁছান। লন্ডনে বসে তিনি নওয়াজ শরিফ এবং অন্যান্য দলের সদস্যদের সঙ্গে অনেকবার বৈঠক করেছিলেন।

লন্ডনে বসে শাহবাজ শরিফ পিএমএলএনের রাজনৈতিক প্রচারণার নেতৃত্ব দেওয়ার জন্য আসন্ন নির্বাচনের আগে তার বড়ভাই নওয়াজ শরিফকে পাকিস্তানে ফেরার তারিখ প্রকাশ করেন।

সেখানে তিনি বলেন, নওয়াজ শরিফ আগামী ২১ অক্টোবর পাকিস্তানে পৌঁছাবেন।

নওয়াজ শরিফ লন্ডন শাহবাজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম