Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরান নিশ্চিত করেছে তাদের পরমাণু কর্মসূচি নেই: ল্যাভরভ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৩ পিএম

ইরান নিশ্চিত করেছে তাদের পরমাণু কর্মসূচি নেই: ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ছবি: তাসনিম নিউজ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, তাদের পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি নেই। এ পর্যন্ত বহুবার ইরানের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে অনুমোদন করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।

ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, তেহরানের পক্ষ থেকেও সবসময় বলা হয়েছে যে, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবার অধিকার তাদের রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অবকাশে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। ওই সম্মেলনে তিনি পারমাণবিক বোমা তৈরি 'হারাম' সংক্রান্ত ইরানের সর্বোচ্চ নেতার ফতোয়ার কথা উল্লেখ করেন। 

ল্যাভরভ বলেন, ওই ফতোয়ার কারণে ইরান বার বার জোর দিয়ে বলেছে যে, পরমাণু অস্ত্র তৈরির কোনো কর্মসূচি তেহরানের নেই।

তিনি আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতার ওই ফতোয়া জারির কারণে আমরাও মনে করি, ইরান যেহেতু পরমাণু বোমা তৈরি করবে না, তাই ইরানের প্রতিবেশীরাও ওই পথে যেতে প্রলুব্ধ হবে না।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, পৃথিবীতে আরও পরমাণু বোমার অধিকারী দেশের উপস্থিতি কেউ প্রত্যাশা করে না।

ইরান পরমাণু কর্মসূচি ল্যাভরভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম