Logo
Logo
×

আন্তর্জাতিক

মহাকাশে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নারী নামিরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩১ পিএম

মহাকাশে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নারী নামিরা

প্রথমবার মহাকাশে পা পড়তে চলেছে এক পাকিস্তানি নাগরিকের। তবে নভোচারী হিসাবে নয়। ধনকুবের রিচার্ড ব্রানসনের ভার্জিন গ্যালাকটিকের স্পেস শিপে মহাশূন্যে বেড়াতে যাচ্ছেন তিনি। 

চলতি বছরের ৫ অক্টোবর পঞ্চমবারের জন্য মহাকাশ পর্যটনে যাবে ‘গ্যালাকটিক ০৪’ নামের নভোযান। এবার স্পেস শিপটিতে থাকবেন মোট তিনজন যাত্রী। তাদের মধ্যে একজন পাকিস্তানের নাগরিক। ধনকুবের ব্রানসনের সংস্থা জানিয়েছে, মহাকাশ পর্যটনে যেতে চলা পাকিস্তানি নারীর নাম নামিরা সেলিম। তার একটি নিজস্ব ওয়েবসাইট রয়েছে। 

২০০৬-এ সংবাদমাধ্যমের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেন স্বয়ং ব্রানসন। ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মহাকাশ পর্যটনের জন্য প্রথমদিকে যারা প্রশিক্ষণ নেন, নামিরা তাদের মধ্যে অন্যতম। এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা সেন্টারে গিয়েছিলেন তিনি। ২০০৭-এ মহাকাশচারীর ট্রেনিং নেন নামিরা। বর্তমানে অবশ্য দুবাইতে থাকেন তিনি। সেখানকার স্পেস ট্রাস্ট নামের একটি অলাভজনক সংস্থার প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ চেয়ারপারসন তিনি। ২০১৫-এ শুরু হয় এই প্রতিষ্ঠানের পথচলা। 

চলতি বছরের আগস্ট থেকে মহাকাশ পর্যটন শুরু করেছে ধনকুবের ব্রানসনের সংস্থা ‘ভার্জিন গ্যালাকটিক’। প্রতিটি ট্রিপে মোট তিনজনকে মহাশূন্যে বেড়াতে নিয়ে যাচ্ছে সংস্থার স্পেস শিপ। বিপজ্জনক এই পর্যটনের জন্য মাথাপিছু সাড়ে চার লাখ মার্কিন ডলার নিচ্ছে ‘ভার্জিন গ্যালাকটিক’। জিইও নিউজ।

মহাকাশ প্রথম পাকিস্তান নারী নামিরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম