ট্রেনে সাধারণ যাত্রীদের সঙ্গে রাহুল। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কংগ্রেস নেতা রাহুল গান্ধী আকাশ পথেই ভ্রমণে অভ্যস্ত। জীবনে কোনো দিন তিনি ট্রেনে চড়েননি। তবে তার জনসংযোগের নেশা বেশ প্রবল। আর সেই নেশার টানে মধ্যপ্রদেশ সফরের সময় বিলাসপুর-রায়পুর রুটের ট্রেনে উঠে পড়লেন সাবেক কংগ্রেস সভাপতি।
তাও আবার বাতানুকূল কামড়ায় নয়। সাধারণ যাত্রীদের সঙ্গে সাধারণ ক্লাসে রাহুল গান্ধী। যাত্রীরা তাদের এই বিখ্যাত সহযাত্রীকে দেখে আপ্লুত হয়ে যান। অনেকেই রাহুলের সঙ্গে সেলফি তোলেন। রাহুল ১২৫ কিলোমিটার পথ পাড়ি দেন সাধারণ যাত্রীদের সঙ্গে গল্পগুজব করে। দেখে কে বলবে রাহুল এই ট্রেনের নিত্যযাত্রী নন?
এর কয়েক দিন আগেই দিল্লির আনন্দ বিহার স্টেশনে কুলির লাল জামা পরে মোট বয়েছেন রাহুল। তারও আগে মেকানিক সেজে গাড়ি সেরেছেন। বেঙ্গালুরুতে ডেলিভারি বয়-এর বাইকের পিলিয়নে সওয়ার হয়েছেন।
আম-জনতার কাছাকাছি হওয়ার এই বিষয়গুলো কি ডিসাইনড? দুর্জনরা বলছেন, ভোট আসছে তাই রাহুল গান্ধী জনমুখী। রাহুলের তাতে বয়েই যাচ্ছে। দিব্যি মোম ফলি মুখে দিয়ে তা চিবোতে চিবোতে তিনি গল্প জুড়ে দিচ্ছেন সহযাত্রীদের সঙ্গে। ব্যাপারটা যেন এমন, রাহুল বোঝাবার চেষ্টা করছেন, আমি তোমাদেরই লোক।
