Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলের বিমান হামলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৬ এএম

গাজায় ইসরাইলের বিমান হামলা

গাজায় ইসরাইলের বিমান হামলা। ছবি: আনাদোলু

ফিলিস্তিনের গাজায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক পোস্ট লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ খবর দিয়েছে।

এতে বলা হয়, ইসরাইল মঙ্গলবার বলেছে— তাদের বাহিনী পূর্ব গাজা উপত্যকায় হামাসের তিনটি সামরিক পর্যবেক্ষণ পোস্টে বোমা হামলা করেছে।

ইসরাইলি সেনাবাহিনী সোশ্যাল মিডিয়া এক্স-এ (আগের টুইটার) এক বিবৃতিতে বলেছে, তারা বুরেইজ এবং জাবালিয়া এলাকায় দুটি সামরিক পোস্টে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আরেকটি পৃথক ড্রোন গাজার নিরাপত্তা বেড়ার কাছে হামাসের আরেকটি পোস্টকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এসব হামলায় হতাহত কিংবা ক্ষতির বিষয়ে কিছু বলা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি যুবকদের বিক্ষোভের কয়েক দিন পর বোমা হামলার ঘটনা ঘটল। ফিলিস্তিনি যুবকদের বিক্ষোভের ঘটনা প্রায়ই ইসরাইলি বাহিনীর সঙ্গে সহিংস সংঘর্ষে পরিণত হয়।

প্রসঙ্গত, ২০০৭ সাল থেকে গাজা শাসন করছে হামাস। তখন থেকেই উপত্যকাটি অবরোধ করে রেখেছে ইসরাইল। ইসরাইলি অবরোধের কারণে সেখানকার প্রায় ২৩ লাখ বাসিন্দা খাদ্য, জ্বালানি এবং ওষুধসহ অনেক নিত্য গুরুত্বপূর্ণ পণ্য থেকে বঞ্চিত হচ্ছে।

গাজা ইসরাইল বিমান হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম