Logo
Logo
×

আন্তর্জাতিক

১১ লাখ অবৈধ আফগান শরণার্থীকে উচ্ছেদ করবে পাকিস্তান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:২১ পিএম

১১ লাখ অবৈধ আফগান শরণার্থীকে উচ্ছেদ করবে পাকিস্তান

পাকিস্তানে প্রায় ১১ লাখ অবৈধ আফগান শরণার্থীদের উচ্ছেদ করার পরিকল্পনা চলছে। দুই দেশের মধ্যকার চলমান দ্বন্দ্বে এ সিদ্ধান্ত নেয় পাকিস্তান। 

মঙ্গলবার সরকারি সূত্র জানিয়েছে যে, তত্তাবধায়ক ফেডারেল মন্ত্রিসভা একটি সংক্ষিপ্ত বৈঠকের মাধ্যমে পাকিস্তান এ সিদ্ধান্তকে অনুমোদন করেছে। 

তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

তত্ত্বাবধায়ক স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতির মন্তব্যের জন্য যোগাযোগ করলে এখনই সংবাদ মাধ্যমে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হননি তিনি। 

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে আফগান তালেবানদের আফগানিস্তানে ফিরে আসার পর থেকে প্রায় ৪ লাখ আফগান অবৈধভাবে পাকিস্তানে প্রবেশ করেছিল। 
 

অবৈধ আফগান শরণার্থী উচ্ছেদ পাকিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম