Logo
Logo
×

আন্তর্জাতিক

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, পুড়িয়ে মারার চেষ্টা পরিবারের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ পিএম

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, পুড়িয়ে মারার চেষ্টা পরিবারের

ভারতের উত্তরপ্রদেশে অবিবাহিত এক তরুণী (২১) অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সমাজের অপমান আর গঞ্জনার ভয়ে ওই তরুণীকে বনের ভেতর নিয়ে তার গায়ে আগুন ধরিয়ে মেরে ফেলার চেষ্টা করে তার ভাই ও মা। 

এনডিটিভির খবরে বলা হয়, বনের ভেতর নিয়ে গিয়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে তার ভাই ও মা। এ সময় ওই বনের মধ্যে কাজ করছিলেন কিছু কৃষক। তারা ঘটনা টের পেয়ে অগ্নিদগ্ধ তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

সেখান থেকে চিকিৎসকরা তাকে মিরাটে একটি সরকারি হাসপাতালে পাঠিয়ে দেন। এ ঘটনায় তার ভাই ও মাকে পুলিশ আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ বলেছে, উদ্ধার করা তরুণীর অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর অনুষ্ঠানে হামলা, আহত ১০

খবরে আরও বলা হয়, ওই তরুণীর পরিবার যখন জানতে পারে তিনি অন্তঃসত্ত্বা, তখন তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। কারণ তার বিয়ে হয়নি। তার গর্ভস্থ সন্তানের বাবা কে এমন প্রশ্নের কোনো উত্তর দেননি তরুণী। এ কারণে ওই তরুণীর ওপর ক্ষুব্ধ হয়ে এ কাজ করে তার ভাই ও মা।

ভারত আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম