Logo
Logo
×

আন্তর্জাতিক

শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ ৩ জনের 

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:২০ পিএম

শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ ৩ জনের 

ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের রটারডাম শহরে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর গুলিতে ৩ জন প্রাণ হারিয়েছেন। 

আরও পড়ুন পিটার হাসের নিরাপত্তা নিয়ে শঙ্কা, বাংলাদেশকে যে বার্তা দিলেন মুখপাত্র মিলার

এরই মধ্যে সন্দেহভাজন অস্ত্রধারীকে আটক করেছে পুলিশ। ৩২ বছরের ওই যুবকের পরিচয় প্রকাশ করা হয়নি। খবর রয়টার্সের।

পুলিশ জানায়, হামলাকারী ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর নাগাদ সে একটি বাড়িতে হামলা চালায়। 

এলোপাতাড়ি গুলি চালিয়ে ৩৯ বছরের এক নারী এবং তার ১৪ বছরের কন্যাকে হত্যা করে। তাদের বাড়িতেও করে অগ্নিসংযোগ। এর পরই ইরাসমাস মেডিক্যাল সেন্টারে হামলা চালায়। হত্যা করে ৪৩ বছরের এক অধ্যাপককে।

আততায়ীর মোটিভ এখনো জানায়নি পুলিশ। তবে ঘটনাটিকে শকিং আখ্যা দিয়েছেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট। 

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সহিংসতায় ক্ষতিগ্রস্তদের নিয়ে তিনি চিন্তিত। প্রত্যক্ষদর্শীদের মানসিক স্বাস্থ্য নিয়েও প্রকাশ করেন উদ্বেগ।
 

পুলিশ নেদারল্যান্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম