রাশিয়ার পাওয়ার সাবস্টেশনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:০০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাশিয়ার গ্রামের একটি সাবস্টেশনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে একটি হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার রুশ সীমান্তের কাছে এই হামলা হয় বলে নিশ্চিত করেছেন কুরস্কের আঞ্চলের গভর্নর রোমান স্টারোভয়েট। খবর রয়টার্সের।
তিনি বলেন, সীমান্ত থেকে ২৫ কিলোমিটার (১৬ মাইল) কম দূরে বেলায়াতে ইউক্রেনীয় ড্রোন একটি সাবস্টেশনে দুটি বিস্ফোরক ডিভাইস ফেলেছে।
তিনি আরও বলেন, ‘একটি ট্রান্সফরমারে আগুন লেগেছে। পাঁচটি বসতি এবং একটি হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। হামলার পরপরই বিদ্যুৎ পুনরুদ্ধার করা হবে।’
আরও পড়ুন: চেচেন নেতা রমজান কাদিরভের সঙ্গে পুতিনের বৈঠক
রাশিয়া এর আগে বলেছিল, তারা প্রতিবেশী বেলগোরোড অঞ্চলে দুটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, প্রথম ড্রোনটি বৃহস্পতিবার বিকাল ৫টা নাগাদ ভূপাতিত করা হয়। প্রায় চার ঘণ্টা পর দ্বিতীয় ড্রোন নামানো হয়।
মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, ‘ডিউটিতে থাকা বিমান প্রতিরক্ষাব্যবস্থা বেলগোরোড অঞ্চলে ইউক্রেনীয় মানববিহীন বিমানটি ধ্বংস করেছে।’ বেলগোরোড এবং কুরস্ক মস্কোর দক্ষিণে পূর্ব ইউক্রেন সীমান্তে অবস্থিত।
