Logo
Logo
×

আন্তর্জাতিক

ক্লিনিকে নারী ডাক্তারকে ছুরিকাঘাত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৯ পিএম

ক্লিনিকে নারী ডাক্তারকে ছুরিকাঘাত

প্রতীকী ছবি

চল্লিশ বছরের এক চিকিৎসককে তার নিজ ক্লিনিকে ঢুকে ছুরিকাঘাতে আহত করেছে এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, শনিবার পশ্চিম দিল্লিতে এ ঘটনা ঘটে।

পশ্চিম দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার ভিচিত্রা বীর বলেছেন, বাড়ির নিচতলায় একটি ক্লিনিক চালান ডা. সঞ্জয় ভাটিয়া। শনিবার বিকালে তার ওই ক্লিনিকের ভেতরে ঢুকে তাকে ছুরিকাঘাত করা হয়। হামলা করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় হামলাকারী। 

পুলিশ জানান, এ হামলায় ডা. সঞ্জয় ভাটিয়ার শরীরের বেশ কয়েক জায়গায় মারাত্মক ক্ষত হয়েছে। ঘটনার পর তিনি হাসপাতালে চিকিৎসাধীন। 

হামলার সময় কোন চুরি বা ডাকাতির ঘটনা ঘটেনি। এ ঘটনায় থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভুক্তভোগীর পরিচিত কেউ এ হামলা করেছে। তবে এটা এখনো নিশ্চিত নয়। 

ক্লিনিক নারী ডাক্তার ছুরিকাঘাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম