Logo
Logo
×

আন্তর্জাতিক

স্পেনে নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ১১

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩, ০৫:৩৪ পিএম

স্পেনে নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ১১

স্পেনের একটি নাইটক্লাবে আগুন লেগে ১১ জন নিহত হয়েছেন। আজ রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

রোববার সকাল ৬টার দিকে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মুরসিয়ায় একটি নাইটক্লাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নাইটক্লাবটি আটালায়াস এলাকায় অবস্থিত। এ ঘটনার পর ভবনের ভেতরে আটকে পড়া ব্যক্তিদের খোঁজে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

এর আগে মুরসিয়ার মেয়র হোসে ব্যালেস্তা এক এক্সবার্তায় লেখেন, আটালায়াস নাইটক্লাবে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে সাতজন হয়েছেন। আমরা খুবই শোকাহত।

এর পর আরো চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ পর্যন্ত মোট নিহত ১১ জন। 

ঠিক কীভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। তবে আগুন লাগার সময় নাইটক্লাবের ভেতরে অনেক মানুষ ছিলেন।

স্পেন নাইটক্লাব আগুন নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম