Logo
Logo
×

আন্তর্জাতিক

চীনে ইসরাইলি দূতাবাসের কর্মীকে ছুরিকাঘাত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ১২:০৮ এএম

চীনে ইসরাইলি দূতাবাসের কর্মীকে ছুরিকাঘাত

চীনে ইসরাইলি দূতাবাসের এক কর্মী হামলার শিকার হয়েছেন। তাকে ছুরিকাঘাত করা হয়েছে। দূতাবাসের ওই কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার চীনের রাজধানী বেইজিংয়ের একটি সড়কে এক বিদেশি নাগরিক এ হামলা চালান। তাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দূতাবাসের কম্পাউন্ডের ভেতর এ হামলা হয়নি। আহত কর্মী চিকিৎসাধীন এবং তার অবস্থা স্থিতিশীল আছে।

এদিকে বেইজিংয়ের চাওঅং জেলার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বেলা ২টার দিকে একটি সুপারমার্কেটের প্রবেশপথের বাইরে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেছেন এক বিদেশি। আহত ব্যক্তি ইসরাইলি এক কূটনীতিকের আত্মীয়। 

এ হামলার ঘটনায় স্তম্ভিত বলে জানিয়েছেন চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নস। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, ইসরাইলি কূটনীতিকের ওপর হামলা ঘটনায় আমরা স্তম্ভিত।

হামাস ইসরাইল সংঘাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম